তারার শোভা চাঁদের আলো
দূর করে দেয় আঁধার কালো
জোছনা হলে আপন ভোলা
চাঁদের তাতে করার কি।


রঙে ফোটায় সুতার বাহার
জল ছাড়া যে করে আহার
স্বাদের বালাই পালাই পালাই
খাওয়ার পরে আমলকী।


জীবন মানে বেঁচে থাকা
জীবন মানে ভর্তুকী।
চাঁদের গায়ে লাগলে আগুন......