এমন যদি হতো-
একটি রাতের ব্যবধানে
প্লাবন তুড়ে অসাবধানে
দুঃখ গলে যেতো।


এমন যদি হতো-
এই পৃথিবী বদলে গিয়ে
প্রভাতগুলো প্রীতি নিয়ে
মনটা ভরে দিতো।


এমন যদি হতো-
শোকগুলো সব হয়ে মিছে
সুখের পাখি ছুটতো পিছে
শুধু আমার মতো।


এমন যদি হতো-
জীবন থেকে মৃত্যু ঝরা
নী্ল আকাশে গিয়ে ত্বরা
দুঃখ তুলে নিতো।