এক সকালে তিনের দেখা
প্রেমও কাব্য ঠাঁসা
বীণাপানি বসন্ত আর----
দিবস ভালবাসা৷


তিনের মাঝে মুচকী হাসে
সেজে স্বরসতি
ফাগুন হাওয়া দেয় বাড়িয়ে
ভালবাসার গতি৷


স্বরসতির সেতার সুরে
লাগলে আগুন ফাগুনে
গোলাপ তোড়ার ভালবাসা
আটকা পড়ে ছালুনে৷


ফান্দে পড়ে ভালবাসা
ডাকে বীণাপানি
আগুনঝরা ফাগুনকে দাও
সুর তানে নাকানি৷