একদা বিকেলে গাঁয়ের শেষে
যেখানে দিগন্ত আর হিজল গাছের সারি
বলেছিল কেউ, পাতার বাঁশিতে মন নিয়েছোগো কাড়ি।
সেইক্ষণে হেথা ছিলনাতো কেউ
শুধু আমি একা
জীবনে এই প্রথম কোন অস্পরী সনে হয়েছিল মোর দেখা।
চমকিয়া দেখি থমকিয়া গেছে হৃদয় স্পন্দন মম
অনুভবে বুঝি জড়ায়ে ধরেছে কেহ স্বর্গীয় আবেশসম।


আমাকে খুঁজিতে হন্যে হলে
বিদায় নিলে বেলা
কে সে অজ্ঞান অবুঝ হৃদহীন কবে
করেছে কভূ আবেগ অবহেলা ?
অপলক চোখে চেয়ে সময় করিলে স্থির
অলক্ষ্যে কখন যে অদ্ভুত শিহরণ এসে মনের গভীরে
করেছিল ভীড়।


ভুলে গেছে গাঁ, ভুলে গেছে বন হিজলের সারি
ভুলে গেছো হয়তো তুমিও মম
শুধু ভুলি নাই স্মৃতি হাতড়াই। তাই
ক্ষমোঃ মোরে প্রিয়া, আরেকবার চাই মোরে ক্ষমোঃ


সেই বিকেল, সেই হিজল কানন
সেই মায়াবী সন্ধ্যা বৃথা খুঁজি আজও
জানি নশ্বর
শুধু সেই ক্ষণ, সেই স্মৃতি আর-স্বর্গীয় সুখ
আজও তবু রয়ে গেছে ভাস্বর।