বাতাস বহে মেঘের কোলে
তবু রোদের তেজ
ফোসকা ওঠা এই গরমের
থাকে বাঁকা লেজ।
তাল পাকাতে প্রকৃতির কি
এমন আয়োজন
আর পারিনা সইতে গায়ে
রাখতে প্রাণধন।
এপাশ ওপাশ করছি কত
তবু কি আর সয়
অতীষ্ট এই প্রাণ বায়ূ কয়
গরম এমন হয়?
বৃষ্টি  আসে সময় মেপে
উড়াল পংকী নায়
যেমন ধরা তেমন থাকে
সে কি ফিরে চায় ?
প্রকৃতিকে বলবো কি আর
সব মানুষের দোষ
মাইঙ্কা চিপায় পড়ছে তবু
নেইকো তাদের হুশ।