যুদ্ধ-বিগ্রহ, মানুষে-মানুষে ভেদাভেদ
রক্তের বন্যা ।
কখনো ধর্ম, কখনো জাতি-
সৃষ্টির সেরা,সকলই আপনার জ্ঞাতি।
নেই ব্যবধান, সবাই সমান
তবুও করি না অপরে সম্মান ।


ধর্মের বাড়াবাড়িতে নেই সমাধান কোনো
তবুও আঘাত
অস্ত্রের বলে দুর্বলের ঠাঁই নেই যেনো।


রাজদণ্ডের বলে
কিংবা গায়ের জোরে
পৃথিবীতে যত হানাহানি, সবকিছু পাপাচার
করছে যত হচ্ছে তত দুর্নিবার
একদিন দেখিবে হে রাজা, সবই হয়েছে অসার;
প্রকৃতিই নেবে দায়
পাবেনা পাবেনা জানিও কখনো নিস্তার ।