আজ আর যাব না ফেসবুকে
কিংবা-কোন ব্লগে ।
মন্তব্য লিখবো না আজ
উচ্ছ্বাস অনুরাগে।


শ্রাবণের বিলে ছুটিবো দু’জন কলমীলতার খুঁজে-
শাপলা শালুক তুলে এনে
পুড়িয়ে খাব প্রখর সূর্যতাপে।


আজ আর কোন লেখা-লেখি নয়
শুধু গ্রামীণ আয়োজন
মজা করে খাব তুলে আনা শাপলার ফল
লতায় গাঁথিবো মালা আর নেই কোন প্রয়োজন।


কিশোর আসিবে শিশুরা হাসিবে
দেখিয়া মোদের খেলা
সূর্যিমামার ডিউটি ফুরাবে
কেড়ে নেবে বেলা ।
সন্ধ্যা ঘনায়ে এলে
আকাশে উঠিবে তারা
চাঁদের সাথে মিতালি গড়িতে করিবো না অবহেলা।