দুর্গতি আর কাকে বলে
ভাদ্র মাসে পানি
ধানের চারা বানের তোড়ে
কৃষক টানে ঘানি।


লক্ষ কোটি টাকা দিয়ে
প্রকল্প হয় বাঁধা
কর্তৃপক্ষের পোয়াবারো
ঠিকাদার নেয় আধা।


ভাঙা বাঁধে মেরামতি
আরেক তেলিসমাতি
বালির বস্তা জলে ফেলে
বাড়ায় তাদের খ্যাতি।


আর কতকাল চলবে এমন
কাজের নামে ফাঁকি
ত্রাণকর্তা কেউ এসো বাবা
ধৈর্য কেমনে রাখি ।