আমি যখন গল্পের ভেতরে প্রবিষ্ট হই
তাকিয়ে দেখি, আমি একা-
অগ্রে-পশ্চাতে কেউ নেই,
শুধুই বদ্ধ কপাট।


নির্জনতায় অশরীরির উপস্থিতি টের পাই
ভয় আর আড়ষ্টতার সান্নিধ্যে আমার সময় তখন
উপলব্ধির প্রাণান্ত চেষ্টার দেউড়ীতে দাঁড়িয়ে
পুনঃ অনুভব করি- আমি একা।


আমার চেতনার রশ্মিতে
ঝলমলো আলো নেই। উদিত হয়না কোন সুপ্রভাত
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যেমন-
প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। আমি পারি না,
তাই বদ্ধ কপাটে কষাঘাত করি বারবার।


যেন জুলকারনাইনের অন্ধকার জগতের যাত্রি
অজস্র লাল নীল সবুজ হীরা মতি পান্নার স্তুপ
পাশেই আবে-হায়াতের কূপ
আজলাভরে হাতে নিতে ঝরঝর করে ঘিরে যায়।
মহামূল্যবান ভেবে সবগুলো নিয়ে আসতে গিয়ে
কিছুই আনা হয়নি।
কেবল আফসোস নিয়েই
আমার অফুরন্ত সমৃদ্ধ প্রত্যাশার অপমৃত্যু শেষে
ফিরে দেখি-
আমি নিঃস্ব এবং একা ।