ভালবাসার চিতাভষ্ম
পুঁথি-পুরান ঘেঁটে হিমালয় চুড়ে শিবালয়
অযোধ্যায় জন্মে রাম
রাবনের বিধিতে বাম
ভালবাসায় চিতাজ্বলে অবিরাম।


নিশ্চিত না হয়ে কেউ
যায় কি ভালবাসার দরজায় অবেলায়
আকাশ বিদির্ণ তীর
ভালবাসা মহাবীর
মেঘের ঘর্ষনে যেমন বিদ্যুৎ চমকায়।


অচ্যুত উচ্চবর্ণে নেই ভেদাভেদ
একাগ্র চেতনায় মোহমায়া
উত্তপ্ত বালুতে টিকটিকি
মরুভূমির জাহাজই শুধু শোভা পায়।


ভালবাসার দরজায়
হাত দিওনা কেউ অবেলায়
চিতাভষ্ম ছাই নিয়ে মানুষ দাঁড়ায় না জানাজায়।