মানুষ যদি ধরতো গাছে
ঝুলতো গাছের ডালে
হেলেদোলে নাচতো সবাই
হাওয়ার তালে তালে।

কাঁচা-পাকার সময় এলে
হাসতো চিকন দাঁতে
চাঁদের বুড়ি ঘুম পাড়াতো
জোছনা মাখা রাতে।

আমের পোকা বসে গায়ে
ছিদ্র করার ফলে
মড়ক সদা থাকতো লেগে
মানুষ গাছের তলে।

টপটপিয়ে পড়তো তারা
কাল বোশেখীর ঝড়ে
আম কুড়ানোর মতো মানুষ
নিতো ঝুড়ি ভরে।

হইতো্না আর খুন-খারাপি
থাকতোনা কেউ মন্দে
হাসি-খুশি সারাটা দিন
পড়তোনা কেউ দ্বন্দ্বে ।

সমাজ থেকে সব অনাচার
থাকতো দূরে সরে
কর্মখালি ষড়রিপুর
কাটতো সময় ডরে।

ফুর্তি-আমোদ ছাড়া মানুষ
বুঝতো কেমন ঠেলা
গাছের তলে পানি দিতে
কাটতো সারাবেলা।