কে বলে ঘুষ,স্পিডমানিকে
যত সব রাবিশ
অফিসের কাজ বড্ড কঠিন
তোরা কি ভাবিস?

চাকরীর টাকা ব্যাংকে থাকনা
খুলবো কেন ভাঁজ
ঘুষ ছাড়া যে স্পিড আসেনা
তাই করিনা লাজ।

বৌয়ের শাড়ি বাড়ি গাড়ি
বেতনে কি হয়
উপরি ছাড়া কেমনে বলুন
স্ট্যাটাসটা ভাই রয়।

ঘুষের কথা শুননে তোদের
আগুন লাগে গায়
জ্ঞানীলোকে ঠিকই বুঝে
মূর্খে বুঝান দায়।