বৈশাখ এখন সার্বজনীন উৎসবের এক রূপ
হই-হুল্লোড়ে মাতে জাতি কেউ থাকেনা চুপ।
এসো এসো বৈশাখ এসো গায় সবে এ গান
মঙ্গলশোভায় শরীক হয়ে জুড়ায় সবাই প্রাণ।
এমনি একটি খুশির দিনে নারী-পুরুষ সব
বাঁধভাঙা এই মিলন মেলায় করে কলরব।
কুলাঙ্গার হয় এরা কারা পশুর অধম লোক
দুঃখ-গ্লানি লেপটে গায়ে কেমনে দেখাই মুখ।
মানুষ নামের পশু তোরা শোনরে কানে শোন
বন্য বিবেক ধরিস বুকে নেই কিরে মা বোন?
ওদের জন্য গোটা জাতির কলঙ্কের দাগ গায়
বখাটে বা দলেরই হোক যায় না এড়ান দায়।
যখন শুনি ফি বছর হয় এই ধরনের কাজ
ডিজিট্যাল এই যুগে এসে কেমনে ঢাকি লাজ।