অট্টালিকায় ধস নামিলে কারণ খুঁজতে বসে
নকশা কি আর হয়রে আঁকা অংক নাহি কষে।

গলদ কোথায় পড়ছে জমা সবার আছে জানা
মুখ খুলে কেউ কয়না কথা বলতে আছে মানা।

ম্যাপ দেখে দেয় অনুমোদন তারপরে যায় কাজে
ভুল-ক্রটি সব রয় যে পড়ে সমন্বয়ের মাঝে।

কেউ করে না তদারকি টাকার ছড়াছড়ি
সুপারভিশন ছাড়া বিল্ডিং যাচ্ছে সবাই গড়ি।

দূর্যোগ এলে চিন্তা এসে মাথায় করে ভর
ভাবুন একবার,মানুষ মারার কে হয় কারিগর ?