আলোর নিষিক্তি শেষে ম্রিয়মাণ চাঁদ
আলোয় মূহ্যমান।
কে জানে, চাঁদের চলমান অববাহিকায়
কখন জোয়ার-ভাটা, কখন জেগে উঠবে-
জাগতিক স্বপ্নীল চর। কিংবা-
পড়ন্ত বিকেলে আলোর লুকোচুরিতে
জীবনের অযুত প্রত্যাশা।


ভয় নেই তোমাকে আঁধার
আমি চিরসঙ্গী হবো, না হয় তোমার
তবু এই অমরাতী আমার
যতই ভাসাও দোকূল,
আমি সাঁতরায়ে পাড়ি দেবোই, পৌছে যাবো কাঙ্খিত কূল।


সেদিন নবান্ন হবে-
প্রত্যাশার পিঠা, ব্যর্থতার পাটি সাপ্টা।
গ্লানির পদচারণায় আৎকে উঠবেনা কেউ
আঁধার ? তুমি যেখানেই থাকো-
তোমার ঘোমটা আলগা করে
সুখমিশ্রিত মধু দিয়ে তৈরি করবো
এককাপ পাঁচমিশালী চা।