রমরমা আজ ঘুষের বাজার
হরেক দামে কিলো
হাজার লাখো কোটি টাকায়
তৈরী করে পিলো।

পুলিশ ছিলো সবার আগে
আজও কি তাই আছে
চলুন একবার ঘুরে আসি
ওদের ধারে কাছে ।

থমকে গিয়ে থানার পুলিশ
দিলো যাহা কানে
বিশ্বাসের দৌড় হার মেনে যায়
ধরেনা মোর জ্ঞানে।

পড়ছে ভাটা তাদের বাজার
অগ্রে এখন ভূমি
সেটেলম্যান্ট আর এসিল্যান্ডের
তহশীলে ঝুমঝুমি।

শিক্ষাঙ্গনে প্রবেশ করে
দেখুন একবার ঘুরে
কারিগরদের কাণ্ড দেখে
মনটা যাবে পুড়ে।

পাস-ফেলের ঐ নম্বর বেচে
শিক্ষা করছে সারা
ফান্ডের টাকা করছে ফাঁকা
পদে  প্রধান যারা।