মনের দুঃখে নরেন বাবু
ফরেন যেতে চায়
দালাল খুঁজে পাড়ি দেবে
মালোএশিয়ায়।

শুনছে বাবু লোকের মুখে
সারা জীবন ভর
সেথায় মানুষ চির নবীন
বয়সের নেই ডর।

কক্সবাজারে গিয়ে নরেন
খুঁজে রোহিঙ্গায়
পাসপোর্ট ভিসা ছাড়া বুঝি
বিদেশ যাওয়া যায়।

মতলব বুঝে পাচারকারী  
তুলে নিলো নায়
মালয়েশিয়া যাবার পথে
নরেন অক্কা পায়।