দিতে ফাঁকি বুঁজি আঁখি, ভাবি কেহ দেখছেনা
দেখনা ভেবে সার্ভারে তার,জমা কি তা রাখছেনা।
খাতা যেদিন মেলবে ধরে,চক্ষু হবে চড়কগাছ
তবু কেন তোর মনেতে,মরার কথা খেলছেনা।

আজ গেলে সব রইবে পড়ে,নিতে কিছু পারবিনা
কেন তবু একবারও তুই, মরার কথা ভাবলিনা।
অবাঞ্চিত হবে যেদিন, কেউ পাবিনা তোরই পাশ
খেলাচ্ছলে দিন কাটালি,জয়ের হিসের রাখলিনা।