তাল নেই মিল নেই সেকাল একাল
নবীনেরা সব বুঝে,প্রবীণরা মাকাল।

আষাঢ়ের পাল তোলা নৌকার  সারি
দাড় বেয়ে গান আর মুখে নেই জারি।

কি সে যেনো হার মেনে কৃষ্টিরা সবে
বাংলার বুকে থেকে পাড়ি দিছে কবে।

কোথা গেলো সেই দিন আষাঢ়ে বাদল
গাড়ি চাই ঘোড়া চাই, সবে কী পাগল।

ঝরঝর সারাদিন, ভিজে কাক চুপসে
নদ-নদে পানি নেই,নেই সেই রূপসে।

নেই নেই কিছু নেই,নেই কারো দৃষ্টি
কোথা গেল আজ সেই অবিরাম বৃষ্টি।