কী সুন্দর ! তব নব ব্র্যান্ড
কেউ খুঁজেনা যেমন ডিজিট্যাল ফ্রেন্ড
চক্রে চক্রে এ পাড়া, ও পাড়া
ব্লগবাড়ি-ফেসবুক
হ্নৎপিণ্ডে স্তুপাকারে বাড়ে মনঃরোগ।
এমনতো ছিলিনা কভু---আষাঢ়-শ্রাবনে
ছুটেছি দুজন কত বন্যার প্রাবনে।

স্মৃতির পাতায় মলিন ধুলো
হ্নদয়ে হাহাকার
যুগের সাথে মানিয়েছো বেশ। বাহঃ বেশ চমৎকার।
কল্পলোকের নৌকো চড়ে
ধরিয়াছি পাড়ি
যতদূরে যাও-সাগরে অরণ্যে,কিংবা
এই পৃথিবী ছাড়ি।

মায়াময় পৃথিবীতে আমি
রোবট প্রাণ
স্বপ্নের খাতায় লিখে যাই তাই-
যত মান-অভিমান।
অস্থির মজ্জায় লাগিয়েছি,নাট-বল্টুর তালি
হে অরণ্য, মায়াবন
যতই দেখাওনা তোমার নির্দয় চোরাবালি।