মন যদি চায় যেতে
যাও হারিয়ে
কখনো দেবোনা আর হাত দু’ঠো বাড়িয়ে।
মন যদি চায় যেতে
যাও হারিয়ে।

বরষার ঝিরিঝিরি
শাখে নেই মঞ্জুরি
পল্লব হিল্লোলে গাছ তবু দেয় ভীত নাড়িয়ে।
মন যদি চায় যেতে
যাও হারিয়ে।

আকাশের ঠিকানা
সেতো হায় অজানা
হয়তোবা কেঊ সেথা, পেতে পারো দাঁড়িয়ে।
মন যদি চায় যেতে
যাও হারিয়ে।