জগন্নাথের মামার বাড়ি
আম-কাঁঠালের দিন
বাদল যেনো এই দেবতার
পূর্ব জন্মের ঋণ।


রথের মেলায় ছুটছে সবাই
বৃষ্টি ভেজা গায়
খই মুড়ি আর পাখির ছানা
সবই পাওয়া যায়।


মেঘলা আকাশ ঝিরিঝিরি
রাস্তা কাদাময়
হুমড়ি খেয়ে পড়ছে লোকে
কেমন সুখময়।


আম কাঁঠাল কি নাইরে সেথা
যেথা তোমার বাস
খই মুড়ি আর চিড়া কি চাই
শুধু একটি মাস।