ইদানিং
আমার কবিতায় মানুষের কথা আসেনা
আসে-বৃক্ষরাজি, লতাগুল্ম,পশু-পাখি।
বৃক্ষের জন্য আছে--সংরক্ষিত বনাঞ্চল
লতাগুল্ম দিব্যি চড়ে বেড়ায়
বিশালকায় বৃক্ষের শাখা
পশু-পাখির জন্য গড়ে উঠেছে অভয়ারণ্য
তাই নিশ্চিদ্র নিরাপত্তায় দিন কাটায়
ছিঁটকে চোর আর-
চোরা শিকারীর নুন্যতম বিড়ম্বনা সহ্য করে।
কিন্তু-
মানুষের জন্য নেই কোনো নিশ্চয়তা
নেই নিরাপত্তা
ঘরে-বাইরে,মহা সড়কে কোথাও;
তাই মানুষের কথা আসেনা আমার কবিতায়।
তবে কি,
মানুষ আর জানোয়ারের ব্যবধান লোপ পেয়েছে ?
মানুষ সার্থকভাবে পশুত্ব অর্জন করতে পেরেছে?
আর গড্ডালিকা প্রবাহে উপভোগ করছে
অর্জিত কাঙ্খিত পশুত্ব।
আমি গাছের কথা লিখি
সুবাসিত কানন আর পশুত্বের কথা লিখি
লিখিনা মানুষের কথা, মনুষ্যত্বের কথা।