মানুষ অসুস্থ হলে স্বপ্ন দেখে
কল্পনায় ছবি আঁকে। আম পিঁপড়ের লাল টুকটুকে রঙ
প্রজাপতির প্রাকৃতিক ডানা
মানুষের যকৃতঃ উডন্ত বলাকার ঝাঁক।


আমিও অসুস্থ হলে স্বপ্ন দেখি
ধনকুবের হওয়ার স্বপ্ন
বিলাসী জীবনের স্বপ্ন
প্রিয়জনের সাথে প্রতারণার স্বপ্ন
যখন তখন খুন-খারাবি করার স্বপ্ন
পরকীয়ার স্বপ্ন। এবং
বড় সন্ত্রাসী হওয়ার স্বপ্ন।


আমি আগ্নেয়াস্ত্রের মালিক হবো
এম/পি পূত্র রনির মত কেউ পথ আগলে রাখলেই গুলি
ট্যাঁশ ট্যাঁশ শব্দে প্রকম্পিত আশপাশ
রাস্তা ফাঁকা হবেনা-কার এত বুকের পাটা ?


আমার স্বপ্নগুলো
বন্দীত্বের শেকলে বাঁধা
কখনো থানায়, কখনো হাতকড়া পরে কোর্টে
অতঃপর লাল ঘর
অপেক্ষায় মৃত্যু যন্ত্রণা।
তবু আমি স্বপ্ন দেখিঃ বিলাসী স্বপ্ন।