রিমঝিম বৃষ্টি
ঝিনঝিন হাওয়া
চুপসে মোরগে বারান্দা ছাওয়া।
----------
কোথা নেই ঠাঁইরে
বেওয়ারিশ কুকুরের
ধমকাও যত তবু ফিরে আসে ফের।
-------------
বুঁদবুঁদ ফেনা
গড়ে যায় জল
ছোট্ট বাঁধা স্রোত অদল-বদল।
-------------
যত বয় বৃষ্টি
ঝাপসায় দৃষ্টি
নবরূপে গাঁথে মালা সৃষ্টি।