অমন করে কার যে কখন
জীবন প্রদীপ নেভে
লিখছি বসে এই কবিতা
নিশীথ রাতে ভেবে।

তুচ্ছ ভাবিস মানব জীবন
মিথ্যে অভিলাষে
কে আর আসে থাকতে পড়ে
জীবন পরবাসে।

অতীত হবে এ ধরাধাম
আসবেনা আর ফিরে
কেনো তবে থাকতে বারণ
মানবতায় ঘিরে।

রাখছে হিসেব সেই কারিগর
বুঝিবিরে তার মর্মে
আটকাবে তোর পথচলারে
তোরই আপন কর্মে।