বুদ্ধিমান আর আঁতেল ভরা
এই দুনিয়া ভাই
যে যার মত বিধান ব্যাখ্যা
দিয়ে দিয়ে যাই।

অনিরাপদ ভাবি যখন
মনে আসে ভীত
সুখ সুবিধার ছায়াতলে
গাই সুবিধার গীত।

বিদ্যা তখন জাহির করি
লিখে মোটা নোট
আমার মনের ব্যতিক্রমী
অন্যরা সব ঝুট।

না হয় বেশী তুমি জানো
কেউ বুঝেনা কম
লেখার আগে বুদ্ধি করে
নিও একটু দম।