ভাষার মাসে চলছে মেলা
নতুন বইয়ের গন্ধ
উপচে পড়া ভিড়ে মাতাল
মনে জাগায় ছন্দ।

গান কবিতা গল্প ছড়া
আড্ডাতে যায় বেলা
প্রকাশক আর লেখক ছাড়া
হ য় কি একুশ মেলা।

এই মাসেই দল বেধে গাই
অ আ ক খ পালা
একুশ গেলে যাস কোথা বল
দুখী বর্ণমালা ?