ফাগুন এলো গাছের ডালে
হাওয়া দোলে তালে তালে।

বনের মাঝে শালিক টিয়া
জানায় খবর সুর তুলিয়া।

ফাগুন মানে এলো জোয়ার
খুলবে এবার মনের দুয়ার।

গাছের শাখে নতুন কুঁড়ি
বনের পাখি খুঁজছে জুড়ি।

ফুলের সুবাস হাওয়ায় ভাসে
ভোরের আলো মুচকি হাসে।

লাগুক আগুন ফাগুন বনে
জাগুক দোলা সবার মনে।