দিন দুপুরে করলে চুরি
পুকুর চুরি কয়
বোতাম টিপে করলে চুরি
হ্যাকিং বুঝি হয়।

আট’শ কোটি গেলে চুরি
গভর্নরের জারিজুরি
যায়নি তবু ঢাকা
সিঁদ কেটে চোর ব্যাংকে ঢুকে
টাকশাল করে ফাঁকা।

পদ গেলেও উন্নত শীর
সাবাস আতিউর
টাকা গেল দেশ জনতার
বেড়ার ফাঁকে চোর।

কখন বলি ভোগাস রাবিস
কখন বলি ননসেন্স
টাকার থলি হাতে হ্যাকার
ক্যাসিনোতে বলডেন্স।