ভাবনা ছুটে এঁকে-বেঁকে যেমন রেলের গাড়ি
শহর-বন্দর ক্ষেতের ফসল নিমিষে যায় ছাড়ি।
মটরশুঁটি লাউয়ের ডগা ধান শালিকের গানে
মনমাতানো দৃশ্য কি আর অলক্ষ্যে মন টানে।
স্থির কোথাও রয়না বসে হাওয়ায় ভেসে উড়ে
চায় যেতে মন অচিন গাঙে শহর থেকে দূরে।
দৃষ্টিতে তীর যায়না দেখা অমোঘ নিঠুর বাণে
সিন্দাবাদের জাহাজ তবু ছুটছে সাগর পানে।
বশ মানেনা যশ খুঁজেনা ধার ধারেনা কারো
পা তুলেছি মান ভুলেছি এবার আমায় ছাড়ো।
ভাবনারে তোর ঠাঁই হবে কি নিঠুর চরাচরে
দে ছুড়ে দে অলীক স্বপন যা ফিরে যা ঘরে।