যতবার বলেছি, পথ দেখিয়ে দাও
ততটা পথ এগুলে ঠিক পৌছা যেত হিমালয়ের পাদদেশে
কিংবা আটলান্টিকের ওপারে অশুদ্ধ পথে
যেমন গিয়েছিল-ভাস্কোদাগামা।

কপালে তিলক কেউ এঁকে দিতে পারেনা
পরতে হয় নিজেকে,নয় দৈব্যবলে।
সান্ধ্যআইন আজ আর কোন অস্ত্র নয়
সে ঢের জানা গেছেঃ
তবু কেন শেকলভাঙ্গার গান-জোয়ারের কান্না?

যদি এমন হতো-
কোন এক অসহযোগ আন্দোলনে
কিংবা প্রচণ্ড খরায় জ্বলে উঠতো কানাডার আগুন
ভষ্ম হয়ে যেত লোকালয়, সবুজাভ বনানী
জনপদ মেতে উঠতো আত্মাহুতি কিংবা বিসর্জন খেলায়।
কানে বাজতো-
অনাধুনিক সিঁড়িভাঙার আওয়াজ।

বিপ্লব তো সৃষ্টিসুখের উল্লাস, আগামীর হাতছানি।
তবে কেন আর পথ দেখিয়ে দাও বলা?
চলো- পথ তৈরি করি সরলরেখায়
সঠিক কম্পাসে।