দুপুর গড়িয়ে বিকেলের খেয়ালি সময় যেমন  
সন্ধ্যা আরতির ধুপ জ্বালে
বাসর সাজায় রাতের আকাশে চাঁদ-তারা
তেমনি সমভ্যিহারে এসো-
মাতাবো দু’জন,হইবো দু’জন বাঁধনহারা।

আলো-আঁধার অবলোকনে কৃত্রিমতা তুচ্ছকরে
শ্বাস-প্রশ্বাসের কাছাকাছি
আদিম উল্লাস। তবুও-
কতবার ভেবেছি, ঝিঙেলতার মত সর্বশক্তি দিয়ে
আঁকড়ে চলি-পথ দেখে দেখে।

তারারা সাজিলো,পাখিরা ডাকিলো,হাস্নাহেনা ফুটিলো
ঝিঁ ঝিঁ পোকার আলোকবাতি দেখে
পতঙ্গ এলো, ক্ষুধাতুর টিকটিকিও এলো
তুমিই এলেনা শুধু।
তবু এক অনর্থক আড়ম্বর আয়োজন
সত্যি কি এই লোকদেখানো মহড়ার_খুব প্রয়োজন?