আষাঢ় ধরায় এলো বলে
ফোটছে কদম ফুল
নোটিশ ছাড়া বৃষ্টি এসে
ভিজছে মাথার চুল।

আষাঢ় ধরায় এলো বলে
নামছে নদে ঢল
অষ্টাদশী নদীর বুকে
নৌকা ছলাৎছল।

আষাঢ় ধরায় এলো বলে
আকাশ ফাটা ডাক
যা তোরা যা ঘরে যা-রে
মারছে জোরে হাঁক।

আষাঢ় ধরায় এলো বলে
পাখ পাখালির গান
বাদল দিনে বন কাননে
ধরছে সুরের তান।

আষাঢ় এলো আষাঢ় এলো
আষাঢ় এলো কই
পাল তোলা নাও কোথায় গেল
কোথায় নায়ের ছই?