সোনাঝরা দিনের বিস্মৃতির আড়ালে
তুমি অভিমানি ভালবাসা
পই পই করে জমিয়ে রাখা শীতল বিন্দু বিচ্যুত আচমকা ঝড়ে।
আবহাওয়া দপ্তর ঠিক দিয়েছিল পূর্বাবাশ
কানে তোলার ফুরসৎ ছিলনা কারো।তাই-
রেললাইনের স্লিপারে পা ফেলে সোজা চলে গেলে স্টেশন ছেড়ে
এবং যা হবার তাই হলো লালবাতি অবজ্ঞায়।


নিজেকে আগলে রাখতে কতইনা চেষ্টা করেছে-লালবানু
হলদে যৌবনেও যেমন কুমড়ো লতা ফুল দেয়
করে প্রজাপতি আকর্ষণ। কীট-পতঙ্গ সাজে মেজবান
তৃতীয়পক্ষের উদোরপূর্তি শেষে
লোকসান পড়ে থাকে, হলদে যৌবনা কুমড়ো, লালবানু, প্রজাপতি।


সূর্যের গড়িমসিতে বিলম্বে সন্ধ্যার আয়োজন
অফুরন্ত আঁধারের সাথে ঝিঁঝিঁ পোকার সাহসী উড্ডয়ন
কালো আকাশে ধ্রবতারা দেখে
ঘাসফড়িং-এর দুঃসাহসী অভিযান-বিষুরেখায়
আরো কিছু নিশাচর উঁকি মারলে
কর্তব্যপরায়ণ ভোর নিয়ে আসে আগমনী বার্তা
সোনালি আভায় পূর্বদিগন্তে। অতঃপর-
বিস্মৃত হলদে যৌবন, লালবাণু প্রজাপতি………