যুদ্ধের দামামা নয়,নয় রণক্ষেত্র কোন
তবুও যুদ্ধ, কামান দাগায় পূণঃপূণঃ।
জ্বলছে বার্মা,পুড়ছে অহিংস বুদ্ধের বাণী
ঔঁম শান্তি! শান্তিতে সত্য রয় কতখানি?
সর্বজীবে দয়া, অহিংস পরম ধর্ম
এ কী সিদ্ধার্থ!ধিক বোধীদের কর্ম।
বোধিবৃক্ষতলে তপস্যায় এই কি নির্বাণ
মানবতার রক্তে জ্বলবে শিখা অনির্বাণ?
সর্ব্ববৈ মিথ্যে, তোমার মন্ত্র সর্বজীবে
ভ্রান্ত বাণী এ ধরাতে ঠিক যাবে নিভে।
স্বৈরাণী তোমার ভ্রান্ত ছিলনা নির্বাসন
রাজদণ্ড পেয়ে চাপাও নব্য স্বৈরশাসন।
কেড়ে নাও মানবতা নাও,আরো আরো নাও
শান্তির তাজ সাজেনা তব,দাও ফিরিয়ে দাও।