আর ধৈর্যচ্যুতি নয়
পদ্মফুলে প্রস্ফুটিত জলাশয়
অনাবিল আনন্দে উল্লাসিত শালিক,মাছরাঙা
সতরঞ্জি বিছানায় সর্ষেফুল
লাল সবুজে মাখা প্রজাপতির ডানা
প্রকৃতির কালিতে লেখা সময়ের ইতিহাস
মিথ্যে নয়,যুদ্ধ জয়ের অভিলাষ।


নিয়তির খাতায় লিখা হচ্ছে লাল কালিতে নাম
ইয়াহিয়া,টিক্কা, নিয়াজী
দলিল-দস্তাবেজ হাতে প্রস্তুত দাসখত নিতে
পূর্বাঞ্চলীয় অধিনায়ক সর্দারজী।


অকূতোভয় মুক্তিযোদ্ধারা কাঁপিয়ে রণাঙ্গন
ভেঙে চুরমার করতে আগ্রাসন
দুষ্টু স্বপ্নের পৈশাচিক উল্লাসে রায়ের বাজার
আকাশে শকুনের চক্কর
কুণ্ডলী পাকিয়ে মেঘখণ্ডের আগমন
বিজয়মাত্রায় স্তবিরতা। মৃত পানকৌড়ির ডুবসাঁতার
হুঁতুম পেঁচার ডাকে স্তব্দতা ভাঙে
রক্ত হীম হয়ে আসে চৌদ্দ ডিসেম্বর
নিখোঁজ বিবেক
বধ্যভূমিতে গুলিবিদ্ধ লাশ
লাল-সবুজের আচ্ছাদনে ক্ষত-বিক্ষত আমার প্রিয়জন।