উৎসবে সব উঠছে মেতে
               বিজয়মালা বন্ধনে
ব্যথিত হয় কোন সে হৃদয়
             বীরাঙ্গনার ক্রন্দনে।


নির্যাতনের চিহ্ন সাথী
              বক্ষভরা আর্তনাদ
লাঞ্চনা সই গলার মালা
           নিত্যসখী বিসংবাদ।


যা চেয়েছি তাই পেয়েছি
           যতই গুলি খাই লাঠি
গর্বে আমার বুক ভরে যায়
        স্বাধীন এখন এই মাটি।


জয়ের ছোঁয়া পাইনি বলে
          দুঃখ মনে নেই মোটে
লাল সবুজের স্পর্শ যেন
        মরণকালে গায় জোটে।