নাও চলেনা এখন পালে
মাছ ফলেনা জলে
সবাই দেখে তবু না কেউ
যায়না কিছু বলে।


বর্জ্র ফেলে বিষাক্ত আজ
নদীর বুকের জল
দাঁড়ের বদল কলের বৈঠা
অশ্রুতে টলমল।


বিরূপ স্রোতে চলতে গিয়ে
উঠলে মনে ঝড়
তাই কখনো সুযোগ বুঝে
জাগায় বুকে চর।


নদী নিয়ে মরণ খেলার
চললে এমন ধারা
স্তবির হবে মানব জীবন
কাটবেনা সে ফাড়া।