ফাগুন বনে ফুল ফোটেছে
ভালবাসায় রঙ ধরেছে
পক্ষীকূলে সাজ
ফাগুন হাওয়ার আগুন খেলায়
ধরায় ঋতুরাজ।


হলদে পাতা পড়ছে খসে
মনের হাঁড়ি ভরছে রসে
উচ্ছ্বাসে মনপ্রাণ
বাসন্তি রঙ শাড়ির ভাঁজে
যৌবনেরই গান।


বন-কাননে পড়ছে সাড়া
পাখ-পাখালি করছে তাড়া
বাঁধবে নতুন ঘর
আসবে ছানা করবে কিচির
মন মানেনা তর।


গান কবিতায় জমছে আসর
নতুন কুঁড়ির ফুলের বাসর
উৎসবেরই ধুম
আয়রে নবীন আয়রে প্রবীণ
দে ছুঁড়ে দে ঘুম।