বাংলা ভাষা মুখের ভাষা, বাংলা জন্মভূমি
যেই মাটি এই হৃদয়জুড়ে
সেই মাটি মা তুমি।


জন্ম নিয়ে যেই ভাষাতে
প্রথম কথা বলা
যেই ভাষাতে মাকে ধরে
জড়াই মায়ের গলা।
সেই ভাষারই মান রাখিতে একুশ হলো দামী।
যেই মাটি এই হৃদয়জুড়ে
সেই মাটি মা তুমি।


তোমার ছেলের রক্তে মাগো
পলাশ শিমূল লালি
তোমার নামে রফিক জব্বার
বুক ছিঁড়ে দেয় কালি।
ঘুম পাড়ানো রূপকথাতে আর কাকে পাই আমি।
যেই মাটি এই হৃদয়জুড়ে
সেই মাটি মা তুমি।


রুখতে তোমার চলার গতি
মেতে ছিল কত
হার মানেনি বাংলা মায়ের
অ আ ক খ ব্রত।
তাই পেয়েছো বিশ্ব আসন নও যে আজ মৌসুমি।
যেই মাটি এই হৃদয়জুড়ে
সেই মাটি মা তুমি।