প্রতিদিন যে আকাশ দেখি, সে আমার নয়
যে আকাশ একদিন আমার উঠোনে ছড়িয়ে দিত সোনালি রোদ্দুর
সে আকাশ আজ আর নেই
চুরি হয়ে গেছে আমার অজান্তিতে
সেদিন খুব বৃষ্টি ছিল
ঝড়ো হাওয়ার প্রেমস্পর্শে দু’চোখ ভরে উঠেছিল ক্লান্তিতে
বৃষ্টি পড়ার শব্দ শুনিয়েছিল-ঘুমপাড়ানি গান
শ্রান্তি দিয়েছিল পরিত্রাণ।


মেঘমালাকে দায়ী করে দায়ের করেছিলাম অভিযোগ
লিপিবদ্ধ করে রেখেছি-তার হলফান জবানবন্দী
বেচারা আজ্ঞাবহ। স্থানচ্যুতি তার কর্ম নয়
সে আমার চোর নয়।
সব সন্দেহের তীর কালবৌশাখীর ঘাড়ে
কিন্তু নালিশ করার সাধ্যি কোথায় ?
কাছে ঘেঁষতেই হায়দরি হাঁকে কান ঝালাপালা,উপায়ন্তর খুঁজি
তাই বৃষ্টি থামলেই আমার আকাশ খুঁজি
কে দেবে আমার সেই রোদেলা আকাশ?
আমি ধার চাইনা, আনকোরাও না
আমার প্রত্যাহিক সেই আকাশ
এখন প্রতিদিন যে আকাশ দেখি,সে আমার নয়।
জনান্তিকে জানিয়ে রাখি-
এ আকাশ আকাশ নয়, আকাশের অবয়ব।