পাগল মনোরে-
কোন ঘাটে ভিড়াইলি ভাঙা নাও।


রঙ্গিন পালে হাওয়ার তালে
রইলি ধরে হাল
উঠলে ঢেউ দূর সাগরজলে
হারাবি জানমাল।
পাগল মনোরে-
কোন ঘাটে ভিড়াইলি ভাঙা নাও।


ও তুই-
রঙধনুরে  রঙ    ভাবিয়া
ক্যানভাসেতে তুলি দিয়া
পটুয়া সেজে ছবি এঁকে
মেরে দিলি দাও।
পাগল মনোরে-
কোন ঘাটে ভিড়াইলি ভাঙা নাও।


ও তোর-
ক্যানভাসের ঐ ছবিখানি
পটে আঁকার ঢং
জানিসনে তুই রঙধনুতে
থাকেরে সাত রঙ।
পাগল মনোরে-
কোন ঘাটে ভিড়াইলি ভাঙা নাও।