আদিল সোনা বাবা আমার
ভাবছো শোয়ে কি?
ও মা এ কী, লজ্জা বাবা
আর বলোনা ছি !


গরম জ্বালায় প্রাণ বাঁচেনা
উদর করে খাঁ
তাই শোয়ে রই শীতল পেতে
উদোম রেখে গা।


হায় হায় এ কী বলছো সোনা
চিলে নিলো কান
শুনলে লোকে ছি! ছি! দেবে
খুঁইবে তোমার মান।


শিশুকালে কে করেনি
শিশুতোষ কারবার
আমার বেলা মানের দোহাই
চুপ হে খবরদার।