শবে-মেরাজ, পূণ্যরাতি  দ্যোতি চিরন্ময়
অপারও মহিমা তোমার জগতের বিস্ময়।

মুকাদ্দসে বায়তুল্লাতে
নবীগণের সাক্ষাতেতে
নফল আদায় করে রাসুল
ভয় করিলেন জয়।
অপারও মহিমা তোমার জগতের বিস্ময়।

জিব্রাঈলের ইশারাতে
চড়ে নবী বোরাক পিঠে
উর্ধাকাশে ছুটে বোরাক
ভেবে হই তন্ময়।
অপারও মহিমা তোমার জগতের বিস্ময়।

আশুক-মাশুক মিলন হলে
জ্বীন ফেরেস্তা দেখে বলে
অসীম তোমার দয়া মাওলা
বিরল সমন্বয়।
অপারও মহিমা তোমার জগতের বিস্ময়।

শবে-মেরাজ, পূণ্যরাতি দ্যোতি  চিরন্ময়
অপারও মহিমা তোমার জগতের বিস্ময়।