সকল ব্যথায় বৃষ্টি হয়না,
কিছু কিছু থেকে যায় শ্বাশত
মেঘমাল্লারূপে ঘুরে বেড়ায় আকাশময়
কখনো পরাভূত হয় আচমকা ঝড়ে।
অতঃপর নদী হয়
খরস্রোতা হয়,রূপ বদলায়,দিক বদলায়
আছড়ে পড়ে গাছের পাতায়,
ক্ষেতের মাঝে, সড়কদ্বীপে।


কষ্টের গলিত ফেনার সমুদ্রসঙ্গম
উপকূলের বাঁধায় তুলে গর্জন
ক্ষয় হওয়ালগ্নে নিঃসরণ।
তাই কষ্টেরা বেঁচে থাকে, জীবাষ্ম হয়
কখনো আবার--প্রবাল ফসিল
মৃত নদী পারেনা করতে হৃদয়ঙ্গম।