ইজাত গরম দেখছেনা কেউ
বাপের হাতেগুতে
গতর বাইয়া ঘাম বারয় আর
পটপট করে মুতে।


গর্মর জ্বালায় ফোসকা  উঠে
জান বারইয়া যায়রে
পানির লাগি গলা হুকায়
রোজা রাখা দায়রে।


গাছর তলে গেলে খালি
একটু লাগে ভালা
ঘরর মাঝে গরমে যেমন
মারছে চায়না তালা।


ফ্রিজ খুলিয়া পট্টাদ্দি চাই
ঠাণ্ডা পানি খাইতে
একটাতা নাই পুষ্কুরুনি
কুবাই যাইমু নাইতে?