তুমি মানে-
আকাশ মাঝে মেঘে ঢাকা সাতরঙা রঙধনু
চমকে উঠি বাজতে শোনে ক্ষয়িষ্ণু হৃদবেণু।
তুমি মানে-
উপতক্যায় উপচে পড়া উতাল পাতাল ঢেউ
আর কি পারে এমন করে বাসতে ভাল কেউ।
তুমি মানে-আষাঢ শ্রাবণ মুষল ধারার বৃস্টি
লোনাজলে ঝাপসা হয়ে আটকে পড়া দৃষ্টি।
তুমি মানে-
হৃদয় কলম লিখতে থাকা প্রেমের উপন্যাস
যখন মনে পাইনা খুঁজে বাড়ে ক্ষতের ব্যাস।
তুমি মানে-
শিশির ভোরে দূর্বা ঘাসে পায়ের পাতার চিহ্ন
কেউনা জানুন আমি জানি কেন তাহা ভিন্ন।
এ জীবনে চাই কিই আর তোমায় পেয়ে ধন্য
তোমায় সৃষ্টি খোদা যেন করছে আমার জন্য।
তুমি মানে-
মেঠো পথে আগলে ধরা বুনো কলমি লতা
শেষ বিকেলে পার্কে বসে চিপি খোলা কথা।
তুমি মানে-
অক্সিজেনের নোজাল মুখে আইসিইউ বেড
প্রেমের জোগান ছিন্ন হলে ডাক্তারে কয় ডেড।