ঐ যে দেখছো চোখের সামনে
ঠাঁয় দাঁড়িয়ে সুউচ্চ বিল্ডিং অট্টালিকা
ওখানেই জমা আছে আমার রক্তের অপরিশোধিত ঋণ
আমার স্বপ্নের সমাধি আঁকা।


তোমরা দেখো শুধু অট্টালিকার নাম
কোম্পানি মহাজন
দেখোনা শুধু স্তুপিকৃত জমা আমার শীর্ণ শরীরের ঘাম।
ইট বালি পাথরের আস্তিনের ভাঁজে
লুকানো রয়েছে কত নাম কত শান।


ব্যয় করেছি কত ঘন্টা মিনিট
চেঁচামেচি, হাঁকডাক আজও ভাসে কানে
পরতে পরতে গড়েছি সুন্দরী
আমি ছাড়া তোমাকে কেইবা ভালো জানে।


সুশ্রী করেছি আমি রূপসি করেছি আমি
তুমি ছিলে একদিন বিশ্রী কদাকার
এখন তুমি বাহবা কুড়াও, ধারো না মোটেও আমার ধার
আমার শ্রমের ফসলে হায়
খেয়ালি বিধির বেখেয়ালে তাই
আজ আর নেই মোর প্রবেশাধিকার।


মানুষের মত অকৃতজ্ঞ তুমি
লোভাতুর চপলা মেয়ে
তোমার রূপে বিমোহিত হই তবুও আমি
আসিলে পহেলা মে।