কে ছুঁয়েছে বর্গীয় উচ্ছ্বাসায় উচ্চশীর
এক আকাশ সম্ভ্রম
অবলীলায় তবু টিকটিকি নাচে
চিন্তারব্যাপ্তী ভুলে যখন তখন।
ভালবাসার নিক্তি ছিঁড়ে
সন্তর্পণে ঠাঁই নেয় শাড়ির আঁচল।


হেমন্ত আসবে আবার। ঘুমন্ত বীজ ফোটে বেরিয়ে আসবে
নতুন চারা। সবুজে ভরবে জেগে উঠা প্রান্তর
তখনো কি হবেনা নবান্নের আয়োজন?


আকাশ ছুঁয়ে শুনেছি__চাঁদের দুঃখগাঁথা
আসমানের স্তরে স্তরে,
বায়ূমণ্ডলে তারার বিলাসী কান্না:
মেঘমালার অবগাহন
একফোটা বৃষ্টির জন্য বনানীর ক্রন্দন।


কঠিন বরফ গলেনা মাধ্যাকর্ষণের টানে
পাড়ভাঙা কূলে হেঁটে যেতে থমকে গিয়েছি
মনভুলানো গানে।
তবু ঠিকে রয় উচ্ছ্বাসা আর সম্ভ্রম
যায় যাক ছিঁড়ে বন্ধ্যা প্রহেলি__অসম বন্ধন।